[২] শুক্রবার জুম্মার নামাজের পরপরই সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হয় এই শান্তি সমাবেশ।
[৩] সরেজমিনে দেখা যায়, বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর হয়ে শাহবাগ মোড় ও জিরো পয়েন্ট হয়ে পল্টন মোড় এবং জাতীয় স্টেডিয়ামের চারিপাশ ঘেষে হাজারো হাজারো জনতা স্লোগানে স্লোগানে সমাবেশকে মুখরিত করে তুলেছ।
[৪] জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আয়োজিত শান্তি সমাবেশে হাজার হাজার নেতাকর্মী নিয়ে হাজির হয়েছেন নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। বিকেল ৩টার দিকে বৃষ্টি শুরু হলে নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে তিনিও বৃষ্টিতে নেমে পড়েন। কাকভেজা হয়ে স্লোগান দিতে থাকেন।
[৪] বৃষ্টি শেষে মঞ্চে বক্তব্য দেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ কয়েকজন।
[৫] সমাবেশে অন্যদের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
[৬] এ সময় ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ঝড় আসবে, বাধা আসবে, তবে, সবকিছু উপেক্ষা করে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা ময়দানে থাকবে।
[৭] যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, আপনারা বঙ্গবন্ধুর সাচ্চা সৈনিক, জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন।